সফররতদের হয়ে শতক হাঁকিয়েছেন ওপেনার হাসান নাওয়াজ। তার ৪৫ বলে ১০৫ রানের ইনিংসটিতে ছিল ১০টি চার ও ৭টি ছয়ের মার।
তাকে সঙ্গ দেয়া অধিনায়ক সালমান আগা হাঁকিয়েছেন ফিফটি। ৩১ বলে ৫১ রান করে নওয়াজের সাথে অপরাজিত থাকেন এই ব্যাটার।
তার আগে ওপেনিংয়ে নামা হারিস ২০ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরেন।