মান বাঁচানোর লড়াইয়ে দুপুরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ক্রিকেট
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মান বাঁচানোর লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই আসর থেকে বিদায় নিয়েছে দুই দলই। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

বাংলাদেশ-পাকিস্তানের জন্য ভুলে যাওয়ার মতো এক টুর্নামেন্ট এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। দু'দলই নিজেদের বাজে পারফরম্যান্সে ছিটকে গেছে গ্রুপপর্ব থেকে। শেষ ম্যাচটা তাই কেবলই নিয়মরক্ষার, হয়তো মান বাঁচানোরও।

আধুনিক যুগে এসেও সেই ধাঁচের ক্রিকেটে আটকে আছে বাংলাদেশ। টপ অর্ডারের নিয়মিত ব্যর্থতার পর মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোমতে দুইশ পেরোনো সংগ্রহ আর প্রতিপক্ষের অনায়াসে সেটি টপকে যাওয়া। দুই ম্যাচেই একই চিত্র বাংলাদেশ দলের। সব হারিয়ে শেষ ম্যাচে কী পরিকল্পনা শান্তদের?

একই দশা পাকিস্তান শিবিরেও। ভারত আর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইও করতে পারেননি বাবর-রিজওয়ানরা। এরইমধ্যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় আসরের বাকি ম্যাচগুলো ঘরে বসে দেখা ছাড়া বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে দুই দল। রাওয়ালপিন্ডিতে দুই দল মুখোমুখি হয়েছিল একবারই। ২০০৩ সালে একমাত্র ওয়ানডেতে জয় পায় পাকিস্তান। দু'দলের মুখোমুখি ৩৯ বারের লড়াইয়ে পাকিস্তানের জয় ৩৪ টিতে। আর বাংলাদেশের জয় ৫টিতে। পাকিস্তানের মাটিতে ১২ ম্যাচের ১২ টিতেই জিতেছে স্বাগতিকরা।

আবহাওয়া সূত্র বলছে, রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাকতে পারে বৃষ্টি বাধাও।

এসএস