নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: ভারতীয় কর্তৃপক্ষ

বাংলাদেশ ও ভারতের পতাকা
বাংলাদেশ ও ভারতের পতাকা | ছবি: সংগৃহীত
0

নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি; বরং ২০ থেকে ২৫ জন যুবক ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিয়েছে। বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে করা প্রশ্নের জবাবে এই বিবৃতি দিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, ওই বিক্ষোভের কয়েক মিনিটের মধ্যে স্লোগান দেয়া যুবকদের সরিয়ে দেয় দায়িত্বরত পুলিশ। ভিয়েনা কনভেনশন অনুসারে বিদেশি দূতাবাসের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন:

বাংলাদেশি সংবাদমাধ্যম এ সংক্রান্ত সঠিক সংবাদ দিচ্ছে না উল্লেখ করে আরও বলা হয়, ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত যা চাইলে সরবরাহ করা সম্ভব।

একইসঙ্গে তারা বলছে, উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখছে ঢাকা দূতাবাস এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণে উদ্বেগ ও নৃশংসতার বিচার দাবি করে তারা।

সেজু