টস হেরে ব্যাট করতে নেমে টম ল্যাথাম আর উইল ইয়ংয়ের শতকে ভর করে পাঁচ উইকেটে ৩২০ রানের পুঁজি পায় কিউইরা। ইয়ং ১০৭ রান করে আউট হলেও ১১৮ রানে অপরাজিত ছিলেন ল্যাথাম।
এছাড়া গ্লেন ফিলিপসের ৬১ রানের ইনিংসও দলীয় সংগ্রহ তিনশোর কোটা পার করতে সহায়ক ভূমিকা রাখে। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২৬০ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।
স্বাগতিক দলের ব্যাটার বাবর আজম আর খুশদিল শাহ ফিফটি হাঁকালেও বাকি ব্যাটাররা ইনিংস তেমন লম্বা করতে পারেননি।
ফলে সহজ পায় নিউজিল্যান্ড। ম্যাচে শতক হাঁকিয়ে অপরাজিত থাকা ল্যাথাম জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।