আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান দল ঘোষণা

ক্রিকেট
এখন মাঠে
0

সবার পরে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করল স্বাগতিক পাকিস্তান। বিপিএলের পারফরম্যান্স দিয়ে পাকিস্তানের স্কোয়াডে দীর্ঘদিন পর জায়গা পেয়েছেন খুশদিল শাহ ও ফাহিম আশরাফ।

তার সাথে দলে ফিরেছেন ফখর জামানও। দলে ফেরাদের তালিকায় আছেন মোহাম্মদ হাসনাইন। পাকিস্তানের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ রিজওয়ান।

আরো আছেন বাবর আজম, কামরান গুলাম, সালমান আলী আঘারা। চোটের কারণে জায়গা হয়নি সাইম আইয়ুবের। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলটি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও খেলবে।

আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে পাকিস্তানের গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড।

এএম