ক্রিকেট
এখন মাঠে
0

ঢাকায় ফিরেছে বিপিএল, প্র্যাকটিস সেশনে ব্যস্ত দলগুলো

সিলেট-চট্টগ্রাম হয়ে আবারো ঢাকায় ফিরেছে বিপিএল। শেষ পর্বের প্রথম দিনের ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। সেরা লড়াইয়ে নিজেদের দলকে শক্ত অবস্থানে রাখতে অনুশীলনে সর্বোচ্চটা নিংড়ে দেয়ার ছাপ রেখেছে বরিশাল-রাজশাহী-সিলেট ও রংপুর রাইডার্স।

টেবিলের তলানীতে অবস্থান করলেও সবার আগে প্রস্তুতিতে সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচে মাত্র দুই জয় পেলেও কাগজে-কলমে এখনো টিকে আছে প্লে অফের আশা। এজন্য সিলেটকে মেলাতে নানা সমীকরণের মারপ্যাঁচ। ম্যাচ হারলেই শুরু হবে সিলেটের ছিটকে পড়ার কাউন্টডাউন। অবশ্য আশা বাঁচিয়ে রাখতে বরিশালের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে সিলেটকে।

পারিশ্রমিক নিয়ে টানাহেঁচড়া আর বিতর্ক। তবুও আসরের সেরা দলকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে দুর্বার রাজশাহী। তবে প্র্যাকটিস সেশনে দুই একজন দেশি ক্রিকেটারের অনুপস্থিতির পাশাপাশি দেখা মেলেনি বিদেশি ক্রিকেটারদেরও। ক্রিকেট পাড়ায় গুঞ্জন দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের একাংশের বেতন এখনো বাকি! গুঞ্জন সত্যি হোক বা না হোক প্লে অফে জায়গা পেতে আবারো রাইডার্স দুর্গ জয় করার বিকল্প নেই রাজশাহীর।

রংপুর সাথে মুখোমুখি হওয়া দুই ম্যাচেই হার। তবে বাকি ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে টেবিল টপার রংপুরের ঘাড়ে নিশ্বাস ফেলছে তামিম ইকবালের দল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করার ফাঁকে দলে সিনিয়র ক্রিকেটারদের কন্ট্রিবিউশনের কথাও জানিয়েছেন মোহাম্মদ নবী।

ফরচুন বরিশালের অলরাউন্ডার মোহাম্মদ নবী বলেন, ‘আমাদের হাতে এখনো চার ম্যাচ আছে, সেদিকেই মনোযোগ দিচ্ছি বাকি ম্যাচগুলো জিতে আমরা সেরা দুইয়ে থেকে প্লে অফ খেলতে চাই। আমাদের দলে সিনিয়র খেলোয়াড় বেশি, তামিম, মুশফিক, রিয়াদ সবাই আছে আমাদের দলে আমরা সবাই তামিমকে সহায়তা করি, কারণ তামিম বেশিরভাগ সময় বাউন্ডারিতে ফিল্ডিং করে মাঠ ও মাঠের বাইরে তামিম অসাধারণ ব্যক্তিত্ব।’

শেষের শুরুর আগে জমে উঠেছে পয়েন্ট টেবিল। একটা হার বা জয়ে আমূল বদলে যেতে পারে হিসেব নিকেশ। এমনকি শঙ্কা আছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার। ব্যতিক্রমী থেকে বিতর্কিত বিপিএলে রূপ নেয়া বিপিএলের শেষটা অন্তত মাঠের খেলায় রং ছড়াবে এমনটাই প্রত্যাশিত।

এএম