সিলেট চট্টগ্রাম ঘুরে বিপিএল আবারও ফিরছে ঢাকায়। রোববার রাজধানীতে শুরু হবে শেষ পর্ব।
বাণিজ্য নগরীতে বিপিএল শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিলের সমীকরণ। নিজেদের শেষ ম্যাচে রংপুরকে আসরের প্রথম হারের স্বাদ দেয়া রাজশাহীরও সুযোগ তৈরি হয়েছে প্লে অফে খেলার। এছাড়া টেবিলের ছয়ে থাকা ঢাকারও শেষ দুই ম্যাচ জিতলে সুযোগ রয়েছে প্লে অফ নিশ্চিত করার।
অন্যদিকে শীর্ষে থাকা রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের অনেকটাই নিশ্চিত হয়ে গেছে প্লে অফে খেলার। তবে বাকি দুই দল কারা হবে সেটি জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটি ম্যাচ।
কারণটা পয়েন্ট টেবিলে দৃষ্টি দিলেই স্পষ্ট হবে। চিটাগং কিংস আর খুলনা টাইগার্স টেবিলের তিন এবং চারে থাকলেও তাদের ম্যাচ বাকি আরো তিনটি। অন্যদিকে ঢাকা এবং রাজশাহীও খেলবে আরো দুই ম্যাচ। এই দুই দল শেষের ম্যাচগুলো জিতে গেলে অন্যদিকে খুলনা আর চিটাগং কোনো ম্যাচ হারলেই সুযোগ তৈরি হবে ঢাকা ক্যাপিটাল কিংবা দুর্বার রাজশাহীর।
এই যখন অবস্থা তখন বিপিএলের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে তাকানো যাক। এবারের আসরে ব্যাটিং বান্ধব উইকেটের সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। শীর্ষ ৫ জনের ৪ জনই দেশি ব্যাটার। যেখানে ৩ জনরই স্ট্রাইক রেট ১৪০ এর উপর। রয়েছে ৩ অংকের স্কোরও।
সেরা ৫ বোলারের মধ্যে সবার উপরে তাসকিন আহমেদ। সাড়ে ৬ ইকোনমিতে ২২ উইকেট নিয়েছেন ঢাকা এক্সপ্রেস। এছাড়া তালিকায় থাকা বাকিদের মধ্যে আবু হায়দার রনি নিয়েছেন ১৫ উইকেট আর আলিসের ঝুলিতে রয়েছে ১২টি।
ঢাকায় বিপিএলের শেষ পর্বে প্লে অফ শুরু ৩ ফেব্রুয়ারি। ফাইনাল ৭ ফেব্রুয়ারি।