ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ দিন আজ

বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ দিন আজ (বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি)। প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মাঠে নামবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স।

প্রথম ম্যাচের দুই দল ম্যাচ শুরুর আগে দুই মেরুতে। রংপুর রাইডার্স টানা আট জয়ে প্রথম দল হিসেবে ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে।

অন্যদিকে খেলোয়াড়দের পাওনা নিয়ে দ্বন্দসহ টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তন, নয় ম্যাচে মাত্র তিন জয় নিয়ে অনেকটাই পিছিয়ে আছে দুর্বার রাজশাহী। নিঃসন্দেহে প্রথমবারের লড়াইটা সহজ হবে না পদ্মাপাড়ের দলটির।

দিনের অন্য ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। খুলনার বিপক্ষে হারলেই প্লে অফ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে স্ট্রাইকার্সের।

এসএস