২০২৪ সালের সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন। বরাবরের মতোই পারফরম্যান্সের আলোকে সাজানো হয়েছে সাদা জার্সিতে সেরাদের একাদশ।
এ দলে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের ইয়াশাসভি জয়স্বাল ও ইংল্যান্ডের বেন ডাকেট। ২০২৪ সালে জয়স্বাল টেস্টে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান। ১৫ ম্যাচে ৫৪.৭৪ গড়ে তার সংগ্রহ ১ হাজার ৪৭৮ রান। এরমধ্যে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন অপরাজিত ২১৪ রানের ঝলমলে ইনিংস। ৩টি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৯টি ফিফটিও। তার উদ্বোধন সঙ্গী বেন ডাকেট গেল বছর ১৭ ম্যাচে ৩৭.০৬ গড়ে করেছেন ১১৪৯ রান। সেঞ্চুরি ২টি ও ফিফটি ৬ টি।
ওয়ান ডাউনে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। ৯ ম্যাচে ষাটের কাছাকাছি গড়ে করেছেন ১০১৩ রান। হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি।
৪ নম্বরে আছেন ইংলিশ ব্যাটার জো রুট। ২০২৪ সালে ১৭ ম্যাচে ৫৫.৫৭ গড়ে করেছেন ১ হাজার ৫৫৬ রান। গেল বছরে ৬ সেঞ্চুরির পাশাপাশি আছে ৫টি ফিফটি আছে তার। পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ২৬২ রানের ইনিংস।
মিডল অর্ডারে নম্বরে আছেন হ্যারি ব্রুক ও কামিন্দু মেন্ডিস। ইংলিশ তারকা ব্রুক ১২ ম্যাচে ৫৫ গড়ে করেছেন ১ হাজার ১০০ রান। হাঁকিয়েছেন ট্রিপল সেঞ্চুরিও। অন্যদিকে লঙ্কান সেনসেশন কামিন্দু মেন্ডিস ৯ ম্যাচে ৭৪.৯২ গড়ে করেছেন ১০৪২ রান। ঝুলিতে আছে ৫টি শতক ও ৩টি অর্ধশতক।
গেল বছরের সেরা টেস্ট একাদশের উইকেট কিপার হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের জেমি স্মিথকে। ২০২৪ সালে ৯ ম্যাচে তার সংগ্রহ ৬৩৭ রান। উইকেটের পেছনে দাঁড়িয়ে আউট করেছেন প্রতিপক্ষের ৩২জন ব্যাটারকে।
সেরা টেস্ট একাদশের একমাত্র অলরাউন্ডার ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা। ১২ ম্যাচে ২৯.২৭ গড়ে করেছেন ৫২৭ রান । শিকার করেছেন ৪৮টি উইকেট।
ইংলিশ পেসার গাস এটকিনসন জায়গা করে নিয়েছেন বর্ষসেরা টেস্ট একাদশে। গেল বছর অভিষেক টেস্টেই ১২ উইকেট নিয়ে ইংল্যান্ডের ১৩৪ বছরের ইতিহাসের রেকর্ড গড়েন তিনি। সবমিলিয়ে ১১ ম্যাচে নিয়েছেন তার শিকার ৫২ উইকেট।
শ্রীলংকার বিপক্ষে লর্ডসে ১ম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। গেল ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন হ্যাট্রিক যা ছিল ২০১৭ সালের পর ইংলিশ বোলারদের প্রথম হ্যাট্রিক। ২০২৪ সালে 'ক্রিকেট রাইটার্স ক্লাবের' বর্ষসেরা ইংলিশ ক্রিকেটার নির্বাচিত হন তিনি।
একাদশে আছেন নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি। ৯ ম্যাচে নিয়েছেন ৪৮ উইকেট। গেল বছর ৫ উইকেট শিকার করেছেন ৩ বার।