তামিম ইকবাল বলেন, ‘এই টুর্নামেন্টে সব উইকেটই ভালো পেয়েছি। মিরপুর ও সিলেটের উইকেট ছিল চমৎকার। আর চট্রগ্রামের উইকেট ভালো থাকার সঙ্গে এখানকার বাউন্ডারি মাপটাও ঠিক ছিল। আমার মতে, ৫২ বা ৫৩ মিটারের বাউন্ডারিতে খেলার বদলে এ ধরনের বাউন্ডারিতে খেলা হওয়া উচিত।’
ভবিষ্যৎ সম্পর্কে তামিম বলেন, ‘যেহেতু এখন আমি রিটায়ার্ড তাই লিজেন্ডস লিগ জন্য কোয়ালিফাই করবো। আর সময় মতো প্রিমিয়ার লিগ হলে বিপিএল খেলবো। শারীরিক ফিট থাকলে যতটা পারি আমি খেলা চালিয়ে যাবো।’