চট্টগ্রামের বাউন্ডারির মাপে সন্তুষ্ট তামিম ইকবাল
চলতি বিপিএলের উইকেট নিয়ে নেই কারো অভিযোগ। মিরপুর, সিলেট কিংবা চট্টগ্রাম স্পোর্টিং উইকেটেই হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যদিও সিলেট পর্বে বাউন্ডারির মাপ ছোট হওয়ায় হয়েছিল সমালোচনা। তবে চট্টগ্রামের বাউন্ডারির মাপে সন্তুষ্ট ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।