গেল ৫ আগস্টের পর পরিবর্তন আসে বিসিবির শীর্ষ পদে। সভাপতি পদে ফারুক আহমেদ আসার পর জাতীয় ক্রীড়া পরিষদের চাওয়া অনুযায়ী বিসিবির গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নেয়া হয়। এজন্য পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্ববায়ক করে একটি গঠনতন্ত্র সংশোধন কমিটিও গঠন করা হয়।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের আওতাধীন ক্লাব সংগঠকদের দাবি, বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি বোর্ডে ঢাকাভিত্তিক ক্লাবের কর্তৃত্ব কমাচ্ছে। যেটি মানতে নারাজ ক্লাব কর্তারা।
একজন ক্লাব কর্তা বলেন, 'যতবড় অন্যায় ফাহিম করেছে আমাদের সাথে, ফাহিম ইজ নো মোর উইথ বাংলাদেশ ক্রিকেট। উনি নির্বাচিত বোর্ড পরিচালক না। উনি অবৈধভাবে বাংলাদেশ ক্রিকেটে আসছেন। আমরা কোনো বোর্ডের আন্ডারে থাকবো না, যেখানে অবৈধ ব্যক্তি আছে।'
অন্য একজন বোর্ড কর্তা বলেন, 'ক্রিকেটকে ধ্বংস করার জন্য কীভাবে তারা পাঁয়তারা করেছে, এবং সেটারই বহিঃপ্রকাশ এই ক্রিকেট বোর্ড। এখানে সরকারের পক্ষ থেকে যে দুইজন দেয়া হয়েছে বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল ইসলাম। তারা দুইজনই এখন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া কবরছে, মারামারি করছে। যেটা আমাদের ক্রিকেটের জন্য সত্যিই দুঃখজনক।'
মঙ্গলবার সিসিডিএম আওতাধীন ক্লাব সংগঠকদের মতমিনিময় সভায় সংগঠকরা জানান, আগে ঢাকা থেকে বিসিবিতে ১২ জন পরিচালক নির্বাচিত হতো। বিসিবির গঠনতন্ত্র সংশোধনী কমিটির খসড়া অনুযায়ী, রাজধানীর ক্লাবগুলো থেকে বিসিবিতে পরিচালক পদে আসতে পারবেন চারজন। এ প্রস্তাবনা বাস্তবায়ন হলে লিগ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে ঢাকার ক্লাবগুলো।
বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, 'আগামী তিনদিন পর থেকে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, যেকোনো লিগের খেলা আমরা হতে দিবো না এবং আমাদের সমস্ত ক্লাব সংগঠক সবাই এটা আশা করছি দলবদল থেকে খেলোয়াড়দের সাথে কথা বলা থেকে বন্ধ করে দেন। তারপর দেখি কী হয়।'
রাজধানীর মতিঝিলের একটি হোটেলে সিসিডিএম আওতাধীন ক্লাব সংগঠকদের মতবিনিময় সভায় ৬৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।