চায়ের দেশে পর্ব চুকিয়ে এবার সাগরিকায় ফিরছে বিপিএলের এগারতম আসর। রান বন্যা আর রেকর্ড বইয়ে নতুন ইতিহাস লিখে শেষ হয়েছে টুর্নামেন্টটির সিলেট পর্ব।
দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে টেবিলের শীর্ষস্থানটা ধরে রেখেছে রংপুর রাইডার্স। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত নুরুল হাসান সোহানের দল। চিটাগং কিংস ৪ ম্যাচে জয় পেয়েছে ৩ টিতে। ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুই নম্বরে।
তামিমের ফরচুন বরিশালেরও সংগ্রহ ৬ পয়েন্ট, তবে ৫ ম্যাচে ২ হারে দলটির অবস্থান তিন নম্বরে। তালিকার পরের তিন দল খুলনা টাইগার্স, সিলেট সিক্সার্স আর দুর্বার রাজশাহী। ৭ ম্যাচে মোটে ১ জয় নিয়ে ঢাকার অবস্থান টেবিলের তলানিতে।
সিলেটের উইকেটকে বলা হয় ব্যাটারদের রানস্বর্গ। লিটন-তামিম কিংবা এলেক্স হেলসের সেঞ্চুরি যেন প্রমাণ করেছে সেটাই। দ্বিতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে সিলেটি ব্যাটার জাকির হাসান। ৬ ম্যাচে ১৫০ স্ট্রাইকরেটে জাকিরের সংগ্রহ ২৫১ রান। ২ রান কম করে পরের অবস্থানে চিটাগংয়ের পাকিস্তানি তারকা উসমান খান। তালিকার পরের ৩ ব্যাটার তানজিদ তামিম, লিটন দাস আর সাইফ হাসান।
ব্যাটারদের মতো বোলিং লিস্টেও দেখা গেছে দেশিদের দাদাগিরি। ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন রাজশাহীর তাসকিন আহমেদ। এক ম্যাচ কম খেলে ১১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আবু হায়দার রনি। পরের তিন নাম তামজিম সাকিব, খুশদিল শাহ আর শেখ মেহেদি।
টুর্নামেন্টের মাঝপথে এসে জমে উঠেছে টেবিলের খেলা। সেমিফাইনালে এক পা দিয়ে রাখা রংপুর ছাড়া বাকি ছয় দলেরই সুযোগ থাকবে সেরা তিনে নাম লেখানোর। সাগরিকায় সেই সুযোগটাই হয়ত কাজে লাগাতে চাইবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।