ক্রিকেট
এখন মাঠে
0

সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়েছে চিটাগাং কিংস

বিপিএলের আজ (সোমবার, ১৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়েছে চিটাগাং কিংস। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে কিংস। জবাব দিতে নেমে ১৭৩ রানে থামে স্ট্রাইকার্স।

টস হেরে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ ইমনের উইকেট হারায় চিটাগাং কিংস। তবে আরেক ওপেনার ওসমান খানের ব্যাটে ঝড় যথারীতি ছিল।

টানা তৃতীয় ম্যাচে ফিফটি হাঁকিয়ে ৫৩ রান করে আউট হন এই পাক ব্যাটার। আসরে প্রথম ফিফটি হাঁকিয়ে ৬০ রানে থামেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক।

শেষদিকে হায়দার আলীর ১৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসে, ২০৩ রানের বড় সংগ্রহ পায় চিটাগাং কিংস। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট স্ট্রাইকার্স।

জর্জ মানজির ফিফটি আর শেষদিকে জাকের আলীর অপরাজিত ৪৭ রানের ইনিংসেও, ম্যাচ জিততে পারেনি স্বাগতিকরা।

ইএ