তামিম-লিটনের জোড়া সেঞ্চুরিতে ঢাকার রানের পাহাড়

ক্রিকেট
এখন মাঠে
0

এক ম্যাচে সর্বোচ্চ কতগুলো রেকর্ড হতে পারে? বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান, সর্বোচ্চ রানের পার্টনারশিপ, টি-টোয়েন্টিতে লিটন দাসের প্রথম সেঞ্চুরি, বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি, বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি কিংবা বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের একাধিক সেঞ্চুরি দেখলো আজ ক্রীড়াপ্রেমিরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহীর আজকের ম্যাচে এতসব রেকর্ড দেখা গেল।

বিষয়গুলো খুলে বলি। সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের ১৮তম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের জোড়া সেঞ্চুরিতে ঢাকা ক্যাপিটালসের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২৫৪ রান। এটি বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান।

আজ (রোববার, ১২ জানুয়ারি) সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকালেন ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার। ৪৪ বলে তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন লিটনের।

বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ওপেনিংয়ে নেমে লিটন দাস ৫৪ বলে ১১৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। যেখানে নয়টি ছক্কার পাশাপাশি ১০টি চার মেরেছেন।

বিপিএলে এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইল সিলেট রয়্যালসের বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে।

এদিকে তানজিদ তামিম আট ছক্কা ও ছয় চারে ৬৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টতে একাধিক সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন জুনিয়র তামিম। এর আগে ২০২৩ সালের বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছিলেন তরুণ এই তারকা ওপেনার।

বিপিএলের চলতি আসরে এর আগে ঢাকা ক্যাপিটালের হয়ে শ্রীলংকান তারকা থিসেরা প্যারেরা (১০৩*), চিটাগং কিংসের হয়ে পাকিস্তানি তারকা ক্রিকেটার উসমান খান (১২৩) আর রংপুর রাইডার্সের হয়ে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস (১১৩) সেঞ্চুরি হাঁকান।

দুর্বার রাজশাহীকে ২৫৫ রানের টার্গেট দিয়েছে ঢাকা ক্যাপিটালস।


এসএস