শীতের সকালে ভোর থেকে একটা টিকিটের জন্য দর্শকদের দীর্ঘ অপেক্ষা। সময় গড়ালেও টিকিট প্রত্যাশীদের আশা পূরণে ব্যর্থ হন বিক্রেতারা। অপেক্ষা একসময় পরিণত হয় ক্ষোভে। আর তাতেই ঘটে এই অপ্রীতিকর ঘটনা।
মাঠে খেলা গড়ানোর পর বিক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতে দেখা যায় বিসিবিকে। বুথেই মিলবে টিকিট এমন আশার বাণীও দেন তারা।
বারবার টিকিট নিয়ে এমন ঘটনা হতাশাজনক বলে বিসিবির উপরই দোষ চাপিয়েছেন সমর্থকরা। তবে নামপ্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, টিকিট সংক্রান্ত কোনো ঝামেলার দায় নেবে না বিসিবি।
দর্শকদের জন্য উন্মুক্ত থাকা ৭০ শতাংশ টিকিটই অনলাইন এবং বুথগুলোতে বিক্রি হচ্ছে বলেও জানিয়েছেন তারা।