ক্রিকেট
এখন মাঠে
0

মাশরাফীর বিপিএল খেলা নিয়ে যা জানালেন সিলেট কোচ

বিপিএলের ১১ তম আসরে এখনও অনিশ্চিত টাইগার সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে আবারো মাঠ মাতাতে পারেন নড়াইল এক্সপ্রেস।

পুরোনো ছবি, সোনালি অতীত মিরপুরের অ্যাকাডেমি মাঠে হাসিমুখে বল হাতে ব্যস্ত মাশরাফী বিন মোর্ত্তজা।

সময় বদলেছে, অতীতের হাস্যোজ্জ্বল মাশরাফী এখন পার করছেন জীবনের কঠিন সময়। গায়ে রাজনৈতিক তকমা থাকায় জুলাই গণঅভ্যুত্থানের পর ম্যাশের নামের পাশে যোগ হয় একাধিক মামলা। পরিস্থিতি এতোটাই কঠিন যে দীর্ঘদিন ধরে নিজেকে আড়ালে রেখেছেন টাইগারদের সাবেক অধিনায়ক।

কথায় আছে সময় কারো জন্যে থেমে থাকে না, থেমে নেই দেশের ক্রিকেটও। সব বন্ধুর পথ পেরিয়ে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। যে আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে নাম লিখিয়েছেন নড়াইল এক্সপ্রেস। যদিও দলের অনুশীলনে এখনও দেখা যায়নি মাশরাফীর মুখ।

মাশরাফীকে নিয়ে তৈরি হওয়া এই ধোঁয়াশা নিয়ে আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) প্রশ্ন করা হয় দলটির হেড কোচের দায়িত্বে থাকা মাহমুদ ইমনকে। তবে কী এ আসরে ম্যাশকে ছাড়াই সাজানো হচ্ছে সিলেটের পরিকল্পনা?

সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ মাহমুদ ইমন বলেন, ‘আমাদের স্কোয়াডে সে এখনো আছে। কারণ এই টিমের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফী। ওর উপর নির্ভর করছে। ও যদি খেলার অবস্থায় থাকে বা সিচ্যুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে।’

যদিও এখনো মাশরাফীর সিদ্ধান্তের অপেক্ষায় আছে সিলেট। কোচের মতে ম্যাশ চাইলেই দলের সাথে যুক্ত হতে পারেন যে কোনো সময়।

শেষ পর্যন্ত মাশরাফী খেলবেন কিনা সেটা সময়ই বলবে। তবে মাশরাফী-সাকিবদের অনুপস্থিতি যে বিপিএলের জৌলুস কমাবে-তা হয়ত বলার অপেক্ষা রাখেনা।

ইএ