অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের পাহাড়ে চাপা পড়ে টেস্টের দ্বিতীয় দিনে ধুঁকতে শুরু করে ভারত। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
তৃতীয় দিনে ঋশাভ পান্থ ও রবীন্দ্র জাদেজাও বিদায় নিলে ফলোঅনের শঙ্কায় পড়ে রোহিতের দল। তবে এরপরই ত্রাতার ভূমিকা পালন করেন নিতীশ রানা। সাত উইকেটে ২২১ রান তোলা ভারতকে এনে দেন ১৩৭ রানের পুঁজি।
১৮১ বলে হাকান নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। এদিন নিতীশকে যোগ্য সঙ্গ দিয়েছেন পেসার ওয়াশিংটন সুন্দর।
১৬২ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। তবে এদিন আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই দিন ঘোষণা করেন ফিল্ড আম্পায়ার। ফলে ১১৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে মাঠে নামবে ভারত।