ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলে নিজেকে তারকা মানতে নারাজ শাহীন আফ্রিদি

বিপিএলে নিজেকে তারকা মানতে নারাজ পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। তার মতে, বাংলাদেশিরাই তারকা। ফরচুন বরিশালের হয়ে প্রথমদিন অনুশীলন শেষে এমনটাই জানালেন বিশ্বের অন্যতম সেরা বোলার। তার কণ্ঠে প্রশংসা ঝড়েছে বাংলাদেশের পেসারদের নিয়ে।

তারকায় ঠাসা দল ফরচুন বরিশাল। গেলবার খেলা অধিকাংশ ক্রিকেটারকেই রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকরা যার মধ্যে অন্যতম।

সেই তারকাদের মধ্যে থেকেই যেন সব আলো কেড়ে নিলেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। টি-টোয়েন্টির অন্যতম সেরা এই বোলার আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) প্রথম অনুশীলন করেছেন ফরচুন বরিশালের হয়ে। আন্তর্জাতিক ব্যস্ত সূচির মাঝেও বাংলাদেশে আসার কারণ জানালেন।

শাহিন আফ্রিদি বলেন, ‘আমি বাংলাদেশের লিগে (বিডিএল) খেলতে মুখিয়ে আছি। অবশ্যই তামিম ভাইয়ের জন্য, তামিম ভাই যখন আমাকে এ দলের হয়ে খেলতে ফোন দেয় তারপর থেকে আমি মুখিয়ে আছি। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে। আশা করি এখানে তাদের পারফরম্যান্স ভালো হবে।’

বিপিএলে এখন পর্যন্ত বড় তারকা শাহীন আফ্রিদি। কারণ, সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সিংহভাগ সময়ই লাইমলাইটে থাকেন এই ক্রিকেটার। যদিও বিপিএলে নিজেকে তারকা মানতে নারাজ পাকিস্তানি পেসার।

তিনি বলেন, ‘সত্যি বলতে আমি বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় খেলবেন। তারাই বিপিএলে বড় তারকা। তামিম আছে, পুরো জাতীয় দলই বরিশালে (ফরচুন বরিশাল)। এখানে বাংলাদেশিরাই তারকা।’

শাহীন আফ্রিদি প্রথম ম্যাচ খেলার আগে বেশিদিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন না। তবে, বাংলাদেশ সম্পর্কে জানাশোনা থাকায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া সহজ হবে বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, ‘আমরা একে অপরের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। জানাশোনা ভালো আছে। লোকাল ক্রিকেটাররা উইকেট সম্পর্কে ভালো জানে। এবার আমি যা শিখবো, তা ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচগুলোতে কাজে লাগবে।’

এবছরই বোলারদের দাপটে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যে কারণে টাইগার পেসারদের নিয়ে প্রশংসা ঝরলো শাহিনের কন্ঠে।

তিনি বলেন, ‘বাংলাদেশের বোলিং ইউনিট দারুণ। তাসকিন লিডিং পেসার। নাহিদ রানা খুব ভালো করছে, গতি আছে বোলিংয়ে। ভবিষ্যতে আরো অনেক ক্রিকেটার উঠে আসবে যারা লাল বলের ক্রিকেটেও খেলবে।’

সোমবার উদ্বোধনী দিনে তাসকিনদের দুর্বার রাজশাহীর মোকাবিলা করবে শাহীন আফ্রিদির দল ফরচুন বরিশাল।

ইএ