ক্রিকেট
এখন মাঠে
0

লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় দলের নতুন অধিনায়ক লিটন কুমার দাস। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের মাঠে নামবে দল।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রিপন মন্ডল। দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। ওয়ানডে দলে না থাকলেও পনেরো সদস্যের টি-টোয়েন্টি দলে আছেন হাসান মাহমুদ।

আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর কিংস্টনের সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে লিটন দাসের দল।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পঁয়ষট্টি রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে আর রেটিংয়ে দশ পয়েন্ট এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের অবস্থান টাইগারদের এক ধাপ উপরে।

এসএস