ক্রিকেট
এখন মাঠে
0

উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের

এবার নারীদের আইপিএল খ্যাত উইমেন্স প্রিমিয়ার লিগ নিলামে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। গত আসরের নিলামে বাংলাদেশ থেকে ছিলেন মারুফা আক্তার ও রাবেয়া খান।

চলতি মাসের ১৫ তারিখ বেঙ্গালুরুতে হবে উইমেন্স প্রিমিয়ার লিগের প্লেয়ার অকশন। এতে ১২০ ক্রিকেটারকে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৯ জন বিদেশি থাকলেও ৮ জনের আন্তর্জাতিক অভিষেকও হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের ২জন স্কটল্যান্ড-আয়ারল্যান্ডের আছেন ১ জন করে। মিনি এই নিলামে বিদেশি খেলোয়াড় নেয়া যাবে ৫জন।

নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ ভারতীয় রুপি, সর্বনিম্ন ১০ লাখ। বাংলাদেশ সফরে থাকা আয়ারল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার ওরলা প্রেন্ডারগাস্টের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

এএম