একনজরে টি-২০ বিশ্বকাপ ২০২৬
- উদ্বোধনী ম্যাচ (Opening Match): ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (পাকিস্তান বনাম নেদারল্যান্ডস)।
- ভেন্যু (Venues): ভারত (৫টি শহর) ও শ্রীলঙ্কা (কলম্বো ও ক্যান্ডি)।
- বাংলাদেশের জায়গা (Bangladesh Replace): বিসিবি ভারতে খেলতে না চাওয়ায় তাদের স্থানে স্কটল্যান্ড (Scotland) খেলবে।
- ইতালির অভিষেক (Italy Debut): প্রথমবার আইসিসি টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে ইউরোপের এই দেশটি।
আরও পড়ুন:
গ্রুপ বিন্যাস ও অংশগ্রহণকারী দলসমূহ (Tournament Groups & Teams)
এবারের আসরে মোট ২০টি দল (20 Teams) চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। আইসিসি-র প্রকাশিত গ্রুপ তালিকাটি নিম্নরূপ:
- গ্রুপ এ (Group A): ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
- গ্রুপ বি (Group B): অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।
- গ্রুপ সি (Group C): ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, নেপাল ও ইতালি (Italy)। (এই গ্রুপেই বাংলাদেশের খেলার কথা ছিল)।
- গ্রুপ ডি (Group D): দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ লড়াই (India vs Pakistan Match)
প্রতিবারের মতো এবারও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে (India vs Pakistan) একই গ্রুপে রাখা হয়েছে। তবে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম কাঙ্ক্ষিত এই হাই-ভোল্টেজ ম্যাচটি (High-voltage Match) অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
টুর্নামেন্টের ফরম্যাট ও ভেন্যুসমূহ (Tournament Format & Venues)
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইট (Super 8 Stage) রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ (World Cup Final) আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের ৫টি ভেন্যু (মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, আহমেদাবাদ) এবং শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে (কলম্বো ও ক্যান্ডি) সব মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, বদলে গেল সব সমীকরণ (টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ বিন্যাস)
*বিসিবির নিরাপত্তা আপত্তির কারণে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।





