ক্রিকেট
এখন মাঠে
0

শর্ত পূরণ হলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা মিলবে সাকিবের: বিসিবি প্রধান

জাতীয় দলের হয়ে সাকিব আল হাসানের খেলা না খেলার প্রশ্নে এবার মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শর্ত পূরণ হলেই এই অলরাউন্ডারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে বলে মনে করেন তিনি।

জাতীয় দলের হয়ে সাকিব আল হাসানের খেলা না খেলার প্রশ্নে এবার মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শর্ত পূরণ হলেই এই অলরাউন্ডারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে বলে মনে করেন তিনি।

দেশের ক্রিকেটে বেজে গেছে বিপিএলের নতুন আসরের দামামা। রোববার রাজধানীর পাঁচ তারকা হোটেলে উন্মোচিত হয়েছে নতুন আসরের মাসকট ও থিম সং।

দেশে যখন চলছে এতো আয়োজন, তখন সব ছেড়ে দূর দেশেই ২২ গজে ব্যস্ত সময় পার করছেন পোস্টার বয় সাকিব আল হাসান। রাজনৈতিক পালা বদলে দেশের হয়ে ক্রিকেট খেলাটাই যেন অসাধ্য সাধনের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে অলরাউন্ডারের। দেশের বাহিরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দাপিয়ে বেড়ালেও নিরাপত্তা ইস্যুতে ঘরের মাঠে খেলা হয়নি সাউথ আফ্রিকা সিরিজ।

ঘরের মাটিতে আন্তর্জাতিক সিরিজতো দুরের কথা, নিজ দেশের সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের ১১তম আসরে কি দেখা যাবে সাকিবকে? এমন প্রশ্নে কিছুটা বিরক্তি প্রকাশ বিসিবি সভাপতির।

বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, যে কারণে সে আসতে পারছে না সেটার সঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবে সম্পৃক্ত না। তো এ বিষয়ে উত্তর দেয়া আমার জন্য সহজ না। তাই এটা দেখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে তাদেরই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

ক্যারিবীয় দ্বীপে ওয়েস্ট ইন্ডিজ টেস্টেও নিজেকে সরিয়ে রাখেন এই অলরাউন্ডার। তবে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সাকিবের দলে ফেরা নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজই হতে পারে টাইগার অলরাউন্ডারের প্রস্তুতির মঞ্চ। যদিও গুঞ্জন ছিল, দলে ফিরতে বেশকিছু শর্ত দিয়েছেন সাকিব। বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠানে সভাপতির কথায় যেন সেই গুঞ্জনই সত্য হলো।

বিসিবি সভাপতি বলেন, ‘ও আমাদের লিস্টে আছে। আমরা আশা করি সে যেভাবে চাচ্ছে সেটা সমাধান হলে তার ক্ষমতা আছে জাতীয় দলে খেলার।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একবার লাল সবুজ জার্সিতে মাঠ মাতাবেন কি মিস্টার সেভেনটি ফাইভ? সাকিব ভক্তদের তাকিয়ে থাকতে হবে উপর মহলের সিদ্ধান্তের দিকে।

এএইচ