ক্রিকেট
এখন মাঠে
0

তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং

প্রথমবারের মতো নিলেন ৬ উইকেট

তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং এ ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানে থামিয়ে দিলো বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের এখনও প্রয়োজন ২২৫ রান। প্রথমবারের মতো ক্যারিয়ারে ছয় উইকেট নিলেন তাসকিন।

চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণার চমক জাগানিয়া সিদ্ধান্তের পর দুর্দান্ত বোলিং প্রদর্শনী করলো বাংলাদেশ। প্রথম সেশনে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় সেশনে বাকি ৭ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের থামিয়ে দিলো টাইগার বোলাররা।

নতুন স্পেলে ফিরে দারুণ ইয়র্কারে শামার জোসেফকে বোল্ড করেন তাসকিন আহমেদ। একইসঙ্গে তিনি পূর্ণ করেন টেস্টে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট।

টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া বাংলাদেশের অষ্টম পেসার তাসকিন, আর ওয়েস্ট ইন্ডিজের মাঠে দ্বিতীয়। প্রায় ৭ বছরের ক্যারিয়ারে আগের ১৫ ম্যাচে তিনবার ৪ উইকেট পেয়েছেন তাসকিন। ১৬তম ম্যাচে এসে দেখা পেলেন ৫ উইকেটের।

দ্বিতীয় ইনিংসে সোমবার (২৫ নভেম্বর) ১৫২ রানেই অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। শুরুতেই তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে ক্যারিবিয়ান ব্যাটাররা। একে একে আউট করেন মিকাইল লুইস, কেইসি কার্টি, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, রোচ ও শামার জোসেফকে। শেষ পর্যন্ত ৬৪ রানে ৬ উইকেট নেন তাসকিন।

এসএস