সামনে রান পাহাড়, পাড়ি দিতে দেখাতে হবে ধৈর্যের পরীক্ষা। দুই তরুণ ওপেনারের ব্যাটে তাই চেয়ে আছে পুরো দল। ওপেনিং পার্টনারশিপ যে গড়ে দিতে পারে পার্থক্য।
হলোও তাই, ক্যারিবিয়ান দ্বীপে ৪৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জাকির-জয় শুরুটা করেন দেখে শুনে। টেম্পারমেন্ট ধরে রেখে যেন উইকেটে থিতু হওয়াটাই ছিল উদ্দেশ্য। তবে দশম ওভারেই বেরিয়ে আসে চিরচেনা ছবি। ১ রানের ব্যবধানে সাজঘরে ফিরে এসেছেন বাংলার ওপেনিং জুটি।
শুরুটা হয় জাকির হাসানকে দিয়ে। ৩৩ বলে ১৫ রান করে তখন ইনিংসের ভিত মজবুত করছেন তিনি। তবে জেইডেন সিলসের বাড়তি বাউন্সারে খেল হারিয়েছেন জাকির। ইনসাইড এজে হারান উইকেট। পরের ওভারেই আলজারি জোসেফের শিকার মাহমুদুল হাসান। ৩৩ বলে ৫ রান করে বিদায় নেন তিনি। দুই ব্যাটারের বিদায়ে ৪০ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। টাইগারদের হয়ে উইকেটে আছেন অভিজ্ঞ মুমিনুল হক আর শাহাদাত হোসেন।
অন্যদিকে, ২৫০ রানে দ্বিতীয় দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে দিনের প্রথম ধাক্কা দেন পেসার হাসান মাহমুদ। জসুয়া দা সিলভা আর আলজারি জোসেফের উইকেট নিয়ে দারুণ কামব্যাকের আভাস দেন তিনি। তবে, এরপরই বাংলাদেশকে হতাশ করে কেমার রোচ আর জাস্টিন গ্রিভসের জুটি। ১৪০ রানের পার্টনারশিপ গড়ে হতাশা বাড়িয়েছে বাংলাদেশের বোলারদের। নিজের তৃতীয় টেস্টেই সেঞ্চুরির দেখা পান গ্রিভস। শেষ পর্যন্ত ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান হাসান। তাসকিন মিরাজের সংগ্রহ দুইটি করে। আর একটি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম।