ক্রিকেট
এখন মাঠে
0

কোনোমতে দলীয় সেঞ্চুরি অস্ট্রেলিয়ার, দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত

পার্থে অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অল আউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৮৪ রান। ৪৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে দেখেশুনেই শুরু করেছেন ভারতের দুই ওপেনার যশস্বী জ্যাসওয়াল ও লোকেশ রাহুল।

দলকে বড় লিডের ভিত গড়ে দেয়ার প্রাথমিক কাজ করছেন এই দুই ব্যাটার। এর আগে দ্বিতীয় দিনে নেমেই সাজঘরে ফেরেন শেষ স্বীকৃত ব্যাটার আলেক্স ক্যারি।

তাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ক্যারিয়ারের ১১তম ফাইফার তুলে নেন বুমরাহ। এরপর দ্রুতই ন্যাথান লায়নকে তুলে নেন হারশিত রানা।

৭৯ রানে ৯ উইকেট হারিয়ে একশোর নিচে অলআউটের লজ্জার সামনে ছিল অজিরা। তবে প্রতিরোধ গড়েন স্টার্ক।

জস হ্যাজেলউডকে সাথে নিয়ে যোগ করেন ২৫ রান। তাদের দশম উইকেট জুটিতে একশো পেরোয় অস্ট্রেলিয়া। স্টার্কের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৬ রান।

ইএ