ক্রিকেট
এখন মাঠে
0

পার্থ টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমান গিল

প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে বুড়ো আঙ্গুলের হাড় ভেঙ্গে যাওয়ায় পার্থ টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমান গিল।

অস্ট্রেলিয়ার ফাস্ট ও বাউন্সি পিচে খেলতে গিয়ে ব্যথা পেয়েছেন বেশ কজন ক্রিকেটার। কনুইয়ে চোট পেয়েছেন লোকেশ রাহুল, সরফরাজ খান। প্র্যাকটিসের সময় বুড়ো আঙ্গুলে চোট পান গিল। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় আঙ্গুলের হাড় ভেঙ্গে গেছে তার।

সুস্থ হলে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তিনি। তবে এরই মাঝে ওপেনিং পজিশনে দারুণ বিপাকে ভারত। জায়সওয়ালের সঙ্গীকে হবেন তাই এখন চিন্তার বিষয়।

রোহিত শর্মার অনুপস্থিতিতে লোকেশ রাহুলকে ভাবা হলেও তিনি ইনজুরিতে পড়ায় শঙ্কায় আছে ভারত। ইতিমধ্যে এ দলের হয়ে খেলতে যাওয়া দুই ক্রিকেটার দেবদূত পাডিক্কাল ও সাই সুদর্শনকে ডেকে পাঠিয়েছে বিসিসিআই।

এএইচ