পার্থ টেস্ট চলার সময় নিজেকে হাফ ফিট বলে ঘোষণা দিয়েছিলেন প্যাট কামিন্স। দলে ফিরতে সিডনিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক। তবে মাত্র ২ দিনে ইংল্যান্ডকে প্রথম টেস্টে হারানোর পর স্কোয়াড অপরিবর্তিত রেখেছেন অজি নির্বাচকরা।
আরও পড়ুন:
তবে তৃতীয় টেস্টের আগে ২ সপ্তাহ সময় পাওয়ায় এর মাঝে কামিন্স পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন তারা। ইনজুরিতে স্কোয়াডে জায়গা পাননি জশ হ্যাজেলউডও। এদিকে ব্রিসবেন টেস্টে অজি একাদশে আসতে পারে একটি পরিবর্তন। পার্থে ২ ওভার বোলিং করা নাথান লায়নের জায়গায় ঢুকতে পারেন বেউ ওয়েবস্টার। রোববার ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট।





