ক্রিকেট
এখন মাঠে
0

হ্যাটট্রিকের পরই দুঃসংবাদ শুনলেন ফার্গুসন

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্রয়ের নায়ক লোকি ফার্গুসনের খেলা হচ্ছে না ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ইনজুরিতে স্কোয়াড থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের এই পেসার।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পায়ের মাংসপেশীর ইঞ্জুরিতে পড়েন কিউই পেসার । সংক্ষিপ্ত সংস্করণে নিউজিল্যান্ডের হয়ে ষষ্ঠ হ্যাটট্রিক করার পরেই অস্বস্তি অনুভব করেছিলেন ফার্গুসন।

মাত্র দুই ওভার বল করেই মাঠ ছেড়ে চলে যান এবং পরবর্তীতে মাঠে নামতে পারেননি তিনি। যে কারণে ওয়ানডে সিরিজে না খেলেই দেশে ফিরতে হচ্ছে ৩৩ বছর বয়সী এই পেসারকে।

হ্যামস্ট্রিং চোট থেকে সুস্থ হয়ে এই সিরিজেই মাঠে ফিরেছিলেন এই ডানহাতি বোলার। ২০১৬ সালে ফার্গুসনের অভিষেকের পর থেকে নিউজিল্যান্ডের হয়ে ১টি টেস্ট, ৬৫টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন।

এএম