ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেছে আর্সেনাল। মিকেল আর্তেতার শিষ্যদের সামনে রীতিমত অসহায় ছিল টটেনহাম। যদিও গোল পেতে আর্সেনালকে অপেক্ষা করতে হয়েছিল ৩৬ মিনিট পর্যন্ত। ফর্মে থাকা স্ট্রাইকার লিয়ান্দ্রো ট্রোসার্ড এগিয়ে দেন গানারদের। এর মিনিট পাঁচের পরেই ইজে স্কোরশিটে নাম তোলেন।
আরও পড়ুন:
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ফের গোল করেন ইজে। ৫৫ মিনিটে টটেনহামের হয়ে ব্যবধান কমান ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। তবে ৭৬ মিনিটে ইজে হ্যাটট্রিক পূরণ করলে বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্সেনালের।





