জিওডিস পার্কে ম্যাচের ৩৫তম মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। আট মিনিট পর ন্যাশভিলকে সমতায় ফেরান স্যাম সারিজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান মেসি।
আরও পড়ুন:
চার মিনিট পর মায়ামিকে এগিয়ে দেন রদ্রিগেজ। ৮১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। যোগ করা সময়ে গোলের দেখা পান মায়ামির সেগোভিয়া। চলতি মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন মেসি।
এর আগে ২০২৪ সালেও এমএলএসের নিয়মিত মৌসুমের শেষদিনে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ইস্টার্ন কনফারেন্সের তিনে থেকে এবারের এমএলএস নিয়মিত মৌসুম শেষ করেছে মায়ামি।





