ক্রিকেট
এখন মাঠে
0

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টেও খেলবেন না উইলিয়ামসন

ইংল্যান্ড সিরিজে পুরোপুরি ফিট থাকতে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টেও খেলবেন না কেন উইলিয়ামসন।

চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা ব্যাটার কে নিয়ে কোনো তাড়াহুড়া নেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের। ভারত সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে পুরোপুরি ফিট হিসেবে খেলতে চান কেন উইলিয়ামসন। তাই দেশেই অবস্থান করছেন অভিজ্ঞ এই ব্যাটার।

উইলিয়ামসনকে ছাড়াই ভারতের মাটিতে সিরিজ জিতেছে কিউইরা। পুনেতে ১১৩ রানের জয়ে ভারতের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতে তারা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

এএইচ