এর আগে কানপুর টেস্টে খেলতে নামার আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। তিনি জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান মিরপুরে।
এরপর তৈরি হয় নানা জটিলতা। মিরপুরে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করে ছাত্রজনতা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, সাকিবের দেশে ফিরতে কোনো বাধা নেই।
বুধবার (১৬ অক্টোবর) সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সে অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে রওনাও দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে দুবাই পৌঁছানোর পর দেশে না আসার সিদ্ধান্ত নেন তিনি।
পরে ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আপাতত সাকিবের দেশে খেলতে আসার ব্যাপারে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, দেশে না ফেরা সাকিবের নিজস্ব সিদ্ধান্ত।