বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনারের কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ ৩ জন আহত হন বলে জানা যায়। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ। এর আগে, ওসমান হাদির মৃত্যুর খবরে জেলার ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এদিকে, ওসমান হাদি মৃত্যুর খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ দিন রাজশাহীতে বুলডোজার চালিয়ে আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে।
একই ঘটনায় বগুড়া-শেরপুর মহাসড়কেও বিক্ষোভ করে ছাত্র-জনতা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে, দুই প্রান্তে সৃষ্টি হয় ব্যাপক যানজটের।
এ দিন বান্দরবান শহরেও বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধরা। এ বিক্ষোভ মিছিল থেকে সাবেক সংসদ সদস্য বীর বাহদুরের বাসার দিকে যান বিক্ষোভকারীরা। এসময় তার বাসায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ছাত্র-জনতা ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ পুলিশসদস্যসহ আহত হন।
আরও পড়ুন:
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এনসিপি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গাজীপুরের প্রথম আলো অফিস এবং পুলিশ লাইন্স ভেঙে দেয়ার হুমকি দেয়া হলে নিরাপত্তায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।
হাদির মৃত্যুর ঘটনায় আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন রাকসু জিএস সালাহ্উদ্দীন আম্মার। এদিকে আজ সকাল ৯টা থেকেই সারাদেশ ব্লকেড করার আহ্বান জানিয়েছেন শাহবাগে অবস্থানকারীরা।
এদিকে কুষ্টিয়াতেও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। ঘণ্টাব্যাপী অবরোধ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে রাত ১২টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত দেড়টার সময় প্রথম আলোর অফিসসহ শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘এমন বেশকিছু খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।’





