২১ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু হবে। যে কারণে চটজলদি শান্তদের অনুশীলন দেখতে হোম অব ক্রিকেটে হাজির হয়েছেন সিমন্স।
সাবেক এই ক্রিকেটারের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নিজ দল উইন্ডিজ ছাড়াও জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও পাপুয়া নিউগিনির কোচের দায়িত্ব সামলেছেন। তার অধীনেই টি-টোয়েন্টির দ্বিতীয় শিরোপা জিতে নেয় ক্যারিবীয়রা।
স্বল্প সময়ের চুক্তিতে প্রোটিয়া সিরিজ ছাড়াও আফগানিস্তান ও উইন্ডিজ সিরিজে বাংলাদেশের ডাগআউটে থাকবেন তিনি। সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।