ক্রিকেট
এখন মাঠে
0

ভারতের কাছে সাত উইকেটে হার বাংলাদেশের

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে লিড নিয়েছে স্বাগতিক ভারত।

গোয়ালিওরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। অধিনায়ক শান্ত ও মেহেদি মিরাজ ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি।

ব্যাটিং বিপর্যয়ে ১২৭ রানেই অলআউট হয়ে যায় শান্তরা। দলীয় সর্বোচ্চ ৩৫ রান আসে মেহেদি মিরাজের ব্যাট থেকে। ভারতের আর্শদ্বীপ সিং ও বরুণ চক্রবর্তী নেন ৩টি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। রান আউটের শিকার হয়ে অভিষেক ফেরেন। স্যামসন ও অধিনায়ক সুর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ২৯ রান করে।

এরপর অভিষিক্ত নিতিশ রেড্ডি ও হার্দিক পান্ডের ঝোড়ো ব্যাটে চড়ে ৪৯ বল আর ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর