ক্রিকেট
এখন মাঠে
0

ব্যালন ডি' অর পুরস্কারের জন্য মনোনীত হলেন যারা

তালিকায় নেই মেসি-রোনালদো

প্রকাশ হলো বহুল প্রত্যাশিত ব্যালন ডি' অর পুরস্কারের মনোনীতদের নাম। তবে প্রকাশিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নামে নেই রেকর্ড ৮ বার জয়ী লিওনেল মেসির নাম।

পতুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদোও নেই চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। ২০০৩ সালের পর এই প্রথম দুই মহাতারকা মনোনয়ন পেলেন না। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত মাত্র দুইবার এ দুজনের হাতে ওঠেনি ব্যালন ডি' অর।

২০১৮ সালে লুকা মদরিচ ও ২০২২ সালে করিম বেনজেমা জিতেছিলেন এ পুরস্কার। ব্যালন ডি' অর প্রত্যাশী ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী।

নাম রয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, টনি ক্রুসদের। এরপর স্প্যানিশ সুপার কাপের শিরোপাও ঘরে তুলেছেন তারা।

এছাড়া হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, এমিলিয়ানো মার্তিনেজসহ আছেন আরও বেশ কয়েকজন খেলোয়াড়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর