ক্রিকেট
এখন মাঠে
0

প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে টাইগাররা।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৪ বছরে এসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে টেস্টের ৫ম দিনে সাকিব মিরাজদের স্পিন ঘূর্ণিতে ২য় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান।

শান্তদের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৩০ রানের। জবাবে ব্যাট করতে নেমে সহজেই ১০ উইকেটের ইতিহাস গড়া জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে মুশফিকের সেঞ্চুরীতে বাংলাদেশ করে ৫৬৫ রান। লিড পায় ১১৭ রানের।

দেশের বাইরে এ নিয়ে ৭টি টেস্ট জিতল টাইগাররা। সর্বমোট ১৪৪টি টেস্ট খেলে এখন পর্যন্ত টেস্ট জিতেছে ২০টি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধুমাত্র ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ।

tech