ক্রিকেট
এখন মাঠে
0

হাথুরুকে নিয়ে ক্রিকেট বোর্ডের পরিকল্পনার কথা জানালেন পাপন

অক্টোবরে আইসিসি সাধারণ সভা হবে ঢাকায়। সম্ভাবনা রয়েছে নির্বাচন হওয়ারও। নির্ধারণ হবে ভবিষ্যৎ ৮ বছরের ক্রিকেট কাঠামো। আইসিসি সভা থেকে ফিরে- এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া বলেন, হাথুরুকে নিয়ে ক্রিকেট বোর্ডের পরিকল্পনার কথা।

চন্ডিকা হাথুরুসিংহে কড়া হেডমাস্টার- এ কথা এতদিন মুখে মুখে শুনলেও এখন তা অকপটে স্বীকার করছেন বিসিবি সভাপতি। শ্রীলঙ্কার কলম্বো থেকে দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি নাজমুল হাসান পাপন। ক্রীড়া মন্ত্রীর আসনে থাকলেও সবার জানতে চাওয়ার আগ্রহ ক্রিকেট নিয়েই।

আগামী বছরের প্রথম দিকেই চুক্তি শেষ হচ্ছে হাথুরুসিংহের। তাই ক্রিকেট বোর্ড প্রধানের কাছে জানতে চাওয়া হয়- তাকে নিয়ে পরিকল্পনার কথা। তার সাথে নতুন চুক্তি করবে কী বিসিবি? নাকি এখানেই সমাপ্তি.?।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এই মন্তব্য এখন করবো না এই কারণে যে সে থাকবে কি থাকবে না তার চুক্তি শেষ হওয়ার পরেই জানা যাবে।’

বিদেশি কোচদের প্রতি বরাবরই আগ্রহ থাকে ক্রিকেট বোর্ডের। সে জায়গায় অনেক দেশি কোচের অভিযোগ, জাতীয় দলের কোচ হিসেবে পর্যাপ্ত সম্মান পান না তারা। অভিযোগ রয়েছে বেতন ভাতাতেও উপযুক্ত অর্থ থেকে বঞ্চিত হয় দেশীয় কোচরা। এ ব্যাপারে বিসিবি বসের মন্তব্য কী?

বিসিবি সভাপতি বলেন, শেখার জন্য সহকারী কোচ হলে সমস্যা কি? আপনি কেন শিখতে চাইবেন না? আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা কেউ শিখতে চাই না। স্যালারি আমি ঠিকভাবে দিবো কিন্তু শিখতে হবে।

অন্যদিকে, অক্টোবরে ঢাকায় হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাধারণ সভা। হতে পারে নির্বাচনের আনুষ্ঠানিকতা। এমনটাই ইঙ্গিত দিলেন নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাধারণ সভা ঢাকায় হবে। নির্বাচনের আনুষ্ঠানিকতাও এখানে হতে পারে। এছাড়া টুর্নামেন্ট ও মিডিয়া রাইটস নিয়েও কথা হবে।’

গুরুত্বপূর্ণ সভায় নির্ধারণ হবে পরবর্তী ৮ বছরের ক্রিকেট কাঠামো। এছাড়া নির্বাচিত হবেন আইসিসির নতুন চেয়ারম্যান। যা থেকেই আসবে ক্রিকেটের নতুন বাজেট। বিসিবির আশা, এ সভা থেকে পিছিয়ে পড়া দেশগুলোর ক্রিকেট কাঠামো উন্নয়নে আসবে ইতিবাচক সিদ্ধান্ত।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর