ক্রিকেট
এখন মাঠে
0

সুপার এইটে টানা দ্বিতীয় জয় দক্ষিণ আফ্রিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে সুপার এইটে টানা দ্বিতীয় জয় পেল দক্ষিণ আফ্রিকা। এতে সেমিফাইনালে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল করে তুলল প্রোটিয়ারা।

সেন্ট লুসিয়ায় রোমাঞ্চকর লড়াইয়ে জস বাটলারের দলকে ৭ রানে হারায় এইডেন মারক্রামের দল। ১৬৪ রান তাড়া করতে নেমে ৬১ রানে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে পরের দুই ওভারে বার্টম্যান, নরকিয়াদের পিটিয়ে ওই কঠিন কাজটাও নাগালের মধ্যে নিয়ে এসেছিলেন হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টোন। শেষ ৬ বলে ১৪ রান তাড়ায় ওভারের প্রথম বলেই হাফ সেঞ্চুরিয়ান ব্রুককে ফেরান নরকিয়া।

প্রোটিয়াদের শুরুও হয়েছিল দুর্দান্ত। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় প্রোটিয়াদের রানের গতিও যায় কমে। ২৮ বলে ৪টি চার এবং ২ ছক্কা খেলা মিলারের ৪৩ রানের ইনিংসটায় ১৬৩ হয় প্রোটিয়াদের স্কোর।

এসএস