সাকিবের দ্রুত অবসর নেয়া উচিত: বিরেন্দর শেওয়াগ

0

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে পারফর্ম করতে না পারায় সাকিব আল হাসানকে দ্রুত অবসর নেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় কিংবদন্তি বিরেন্দর শেওয়াগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগার অলরাউন্ডারের আউটের ধরন নিয়েও কড়া সমালোচনা করেছেন তিনি।

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সময় মোটেও ভালো যাচ্ছে না। দেশ সেরা অলরাউন্ডার আফ্রিকার বিপক্ষে বল করেছেন মাত্র এক ওভার। পেসারদের কৃতিত্বে প্রোটিয়াদের অল্প রানে আটকে দিলেও সেটি টপকাতে ব্যাট হাতে কোনো অবদান রাখতে পারেননি সাকিব। এমনকি দলের বিপদের মুহূর্তে তার আউট হওয়ার ধরণ নিয়েও উঠছে প্রশ্ন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর পাড়ি দেয়া সাকিবের এমন দায়িত্বজ্ঞানহীন আউটের কড়া সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি ওপেনার ভিরেন্দর শেওয়াগও।

তিনি বলেন, 'আপনি ম্যাথু হেইডেন বা গিলক্রিস্ট নন যে শর্ট বল দেখলেই পুল করবেন। আপনার উচিত ছিল উইকেটে এসে সময় কাটানো ও ম্যাচ জিতিয়ে ফেরা।'

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে সাকিব রান করেছেন মোটে ১১। এর আগে অস্ট্রেলিয়ায় বিশ ওভারের বিশ্ব আসরে এই বাঁহাতি ৫ ম্যাচে করেছিলেন মাত্র ৪৪ রান। এর আগের বছর বিশ্বকাপে ৬ ম্যাচে প্রায় ২১ গড়ে ১১৩ রান পেয়েছিলেন সাকিব। অভিজ্ঞ সাকিবের এমন পরিসংখ্যান নিয়েও বিরক্ত শেওয়াগ।

তিনি বলেন, 'নিষেধাজ্ঞা থেকে টি-টোয়েন্টিতে ফিরবেন কি না সন্দিহান ছিলাম। তবে ফেরার পরেও তিনি কিছুই করতে পারেননি। সে সবচেয়ে অভিজ্ঞ ও সাবেক অধিনায়কও, কবে তার খেলার ধরন তা বলে না।

জাতীয় দলে সাকিবের নিবেদন নিয়েও প্রশ্ন আছে। মাঝে এক বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে ছিলেন। এই সময় রাজনীতির মাঠ ও বাইরের বিভিন্ন অনুষ্ঠানে তার পদচারণা বেড়েছে, সঙ্গে বয়সটাও তার পক্ষে কথা বলছে না। সবমিলিয়ে ভারতীয় কিংবদন্তির মত, ক্রিকেটটা ছেড়েই দেয়া উচিত সাকিবের।

শেওয়াগ বলেন, 'গেলো বিশ্বকাপেই আমার মনে হয়েছে সাকিবকে আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। তার বর্তমান পারফরম্যান্সে নিজের লজ্জা পাওয়া উচিত ও বলা উচিত যে আমি এই ফরম্যাট ছেড়ে দিচ্ছি।'

টাইগাররা যেহেতু সিনিয়রদের নিয়েও ভালো করতে পারছে না, তাই নির্বাচকদের সাকিবকে দল থেকে বাদ দেয়ার সাহসী সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন শেওয়াগ।

এসএস