ক্রিকেট
এখন মাঠে
0

বড় খেলোয়াড় হতে হলে ট্রফি জিততে হয়: মোস্তাফিজ

বড় খেলোয়াড় হতে হলে ট্রফি জিততে হয়। ট্রফি জিততে না পারার আক্ষেপটা রয়ে গেছে, এমনটিই জানিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্রের যে শহরে বাংলাদেশ দল অবস্থান করছে সেই টেক্সাসের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে গেছে। তবে ক্রিকেটাররা নিরাপদে আছেন। সব সামলে দল অনুশীলনে নেমে পড়েছে। হাতে সময় নেই, ক্রিকেটে মনোযোগ ফেরাতে হবে।

আপাতত জিম আর রানিং সেশন করেছেন শান্ত-লিটন দাসরা। সাকিব-রিয়াদরাও ঘাম ঝরিয়েছেন। মূল লড়াইয়ে নামার আগে ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছেন সবাই।

টেক্সাসে স্বাগতিকদের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। যদিও লক্ষ্যসীমায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে উড়াল দেয়ার আগে শান্ত-সাকিবরা বলে গেছেন, দলের কাছে কোন প্রত্যাশা না রাখতে। তবে ক্রিকেটাররা জানেন, তারকা হওয়ার মাপকাঠি ট্রফিটাই।

পেসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার কাছে মনে হয়, বড় খেলোয়াড় হতে হলে বড় ট্রফি জিততে হয়। সেই আক্ষেপ তো সবসময়ই রয়ে গেছে।

এবারের বিশ্বকাপে সাকিব-রিয়াদ থাকলেও বাকিদের বেশিরভাগই তরুণ ক্রিকেটার। যদিও মোস্তাফিজ-লিটনরা আন্তর্জাতিক অঙ্গনে প্রায় এক দশক হয়ে গেল পা রেখেছেন। তাদের কাঁধে যেমন দলের গুরুভার তেমন জুনিয়রদের শেখানোর দায়িত্বও রয়েছে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘এখানে সাকিব ও রিয়াদ ভাই আছেন। তাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখি। আবার যারা জুনিয়র আছে তাদেরকে আমরা যেটুকু জানি শেয়ার করি, যাতে করে সবাই উন্নতি করতে পারে।

আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ দল।

এই সম্পর্কিত অন্যান্য খবর