জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ উইকেট নেয়ার পর ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন তাসকিন। সেই ধারাবাহিকতা তাসকিন পরের দুই ম্যাচেও ধরে রাখেন। এখন পর্যন্ত ৩ ম্যাচে তার শিকার ৬ উইকেট। যে কারণে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৭২ রেটিং পয়েন্ট এই স্পিডস্টারের।
এছাড়া ৬ ধাপ এগিয়েছেন আরেক টাইগার স্পিনার মাহাদী হাসান। তিনি বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২২ নম্বর র্যাংকিংয়ে আছেন। ৩ ম্যাচে ৭ উইকেট নেয়া সাইফউদ্দিন এখনও ১০০ জনের তালিকায় জায়গা পাননি। তবে ব্যাটিং ব্যর্থতায় র্যাংকিংয়ে লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবনমন হয়েছে। তবে যথারীতি শীর্ষ অলরাউন্ডারের জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসান।