ক্রিকেট
এখন মাঠে
0

শেষ দুই টি-টোয়েন্টির দলে ফিরলেন সাকিব-মোস্তাফিজ-সৌম্য

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাকিব আল হাসান। এছাড়া আরও ফিরেছেন সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে দুই পর্বে। বিশ্বকাপকে ঘিরে শেষ মুহূর্তের ক্রিকেটার যাচাই-বাছাই, সাকিব-মোস্তাফিজের জন্য অপেক্ষা, সবমিলিয়ে চট্টগ্রাম পর্বের জন্য আলাদা দল ঘোষণা করে বাংলাদেশ। এদিকে তিন ম্যাচ শেষে দল ঢাকায় ফেরার আগেই শেষ দুই ম্যাচের দলও ঘোষণা হয়ে গেছে।

১৫ সদস্যের দল কেমন হবে সেটি অবশ্য সবারই জানা ছিল। প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাকিব আল হাসান। আইপিএল ফেরত মোস্তাফিজুর রহমানও স্কোয়াডে আছেন। ইনজুরি কাটিয়ে ফেরা সৌম্য সরকারকেও রাখা হয়েছে দলে। যদিও ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে দলের সঙ্গেই রাখছে বিসিবি। শেষ দু'টি ম্যাচও তাকে খেলানো হতে পারে ।

সাকিব-মোস্তাফিজ-সৌম্যদের জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন পারভেজ ইমন, আফিফ হোসেন। আর শরিফুলকে বিশ্রামে দেয়া হয়েছে।

বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘শরিফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে আছে, ম্যাচও খেলেছে। তাই তাকে একটা ব্রেক (বিশ্রাম) দেয়া হচ্ছে। আর মোস্তাফিজও চলে আসছে।’

সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপে যাবে এ দলটাই। সঙ্গে যুক্ত হবেন কেবল শরিফুল, তবে মূল দল থেকে কে বাদ পড়বেন সেটি এখনই বলা মুশকিল।