ক্রিকেট
এখন মাঠে
0

'ডিপিএলের বেশিরভাগ দল মানহীন'

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বেশিরভাগ দলই মানসম্মত নয়। ফলে আসরে প্রতিযোগিতাও হয় না খুব একটা। এমন মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও কোচ রাজিন সালেহ।

ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যের কারণে ভালো মানের ক্রিকেটার বের হয়ে আসে না বলেও মত তার।

রাজিন সালেহ বলেন, 'এই বছর ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোর মান করেম গিয়েছে। ৪ থেকে ৫টি দল বাদে সবগুলোই ছোট দল। এই ছোট দলগুলোর সাথে খেলা আর বড় দলের সাথে খেলা আলাদা।'

তিনি আরও বলেন, 'আমি মনে করি ঢাকা প্রিমিয়ার লিগ অনেক পেশাদার ক্রিকেট, এর মান আরও বাড়ানো গেলে, অন্য দলগুলো সেভাবে বড় আকারে গোছাতে পারলে মান আরও ভালো হবে।'

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর