ক্রিকেট
এখন মাঠে

প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

৪ বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টস হেরে প্রথমে ব্যাট করে কুমিল্লার দেয়া ১৫৫ রানের টার্গেট ৬ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে তামিম ইকবালের দল।

শেষ ভালো যার সব ভালো তার। সেই শেষটাই রাঙিয়ে দিলো ফরচুন বরিশাল। চতুর্থবার ফাইনালে উঠে ট্রফির ছোঁয়া পেল বরিশাল। ৪ বারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে প্রথমবার সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরলো তামিম ইকবালরা।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই টাকার ছাড়াছড়ি। তুলনামূলক বিশ্ব ক্রিকেটে অন্য লিগগুলোর থেকে অর্থের দিক থেকে বিপিএল পিছিয়ে থাকলেও এবার গত বছরের সমপরিমাণ অর্থপুরস্কার দেয়া হয়েছে।

প্রথমবার শিরোপা হাতে নিয়ে জয়ী দলের জন্য বরাদ্দ ২ কোটি টাকা পেয়েছে ফরচুন বরিশাল। আর প্রথমবার ফাইনালে হারের স্বাদ পাওয়া কুমিল্লা পেয়েছে ১ কোটি টাকা। টুর্নামেন্ট সেরা হওয়ায় ১০ লাখ টাকা অর্থপুরস্কার পেয়েছেন তামিম ইকবাল।

এমনকি যাকে জাতীয় দলে ফেরনো নিয়ে কম পানি ঘোলা হয়নি; সেই তামিম টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারও পেয়েছেন ৫ লাখ টাকা। আর সর্বোচ্চ উইকেট শিকারের ৫ লাখ টাকা পেয়েছেন শরিফুল ইসলাম। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় কায়াল মায়ার্স পেয়েছে ৫ লাখ টাকা।

এখন পর্যন্ত বিপিএলের সেরা দল কুমিল্লা ফাইনালে ওঠায় স্বাভাবিকভাবে বরিশালের বিপক্ষে ম্যাচ হবে জমজমাট এমনটাই আশা করেছিল ক্রিকেট ভক্তরা। তবে ফাইনালে লিটন, হৃদয়দের ব্যাট না হাসায় বড় সংগ্রহ পায়নি ৪ বারের চ্যাম্পিয়নরা।

সেই সুযোগ আর হাত ছাড়া করেনি বরিশাল। তামিম মিরাজের দুর্দান্ত শুরু শক্ত ভিত গড়ে দেয় বরিশালের জয়ের। তবে মাঝে দ্রুত কয়েক উইকেট পড়াতে খানিক ছন্দপতন হলেও অনেকটা একচেটিয়াভাবে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর