ক্রিকেট
এখন মাঠে
0

'মাশরাফীর জায়গায় অন্যকে সুযোগ দেয়া যেত'

পুরোপুরি ফিট না থাকায় বিপিএলে মাশরাফীর খেলা উচিত হচ্ছে না। বরং তার পরিবর্তে নতুন কাউকে সুযোগ দেয়া দরকার ছিল বলে মনে করেন বিসিবির পরিচালক আকরাম খান।

দেশসেরা অধিনায়কের সামর্থ্য নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। কিন্তু বয়স, ফিটনেস, পারফরম্যান্স সবকিছুর দিকেই নজর দিতে হয়। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) প্রথম ম্যাচে শর্ট রানআপে বল করলেও, দ্বিতীয় ম্যাচে ম্যাশ কোন ওভারই করেননি।

প্রথম ম্যাচের পরই তার ছোট ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, নির্বাচনের পর ইনজুরি সারাতে মাশরাফীর অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল। নিজেও জানিয়েছেন হাঁটুর ইনজুরিটা তাকে ভোগাচ্ছে।  

অথচ এ অবস্থায় ম্যাচ খেলছেন তিনি। যাতে তার দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিপিএলের মানও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বলেন, 'বিপিএল শুধুমাত্র বাংলাদেশের খেলোয়াড়দের জন্য না। সারা বিশ্বের মানুষ দেখছে। টিমের পারফরম্যান্স কিন্তু সবার চোখে পড়বে। শুধু ভালো জার্সি পড়ে মাঠে নামলে হবে না, ভালো খেলতেও হবে।'

মাশরাফীর স্থানে আরেকজন পেসার সুযোগ পেতে পারতেন। আরও এমন উদাহরণ টানা যাবে। ফ্র্যাঞ্চাইজি আসরটি থেকে ক্রিকেটার তুলে আনার যে সুযোগ ছিল, সেটি কি আদৌ কাজে লাগাতে পেরেছে দেশের ক্রিকেট?

এমন প্রশ্নে আকরাম খান বলেন, 'পারফরম্যান্সের জন্য এটা সঠিক জায়গা। এরকম আসরে যদি নতুন খেলোয়াড়রা উঠে না আসে তাহলে সেটা ভালো ইঙ্গিত না।'

ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন সংযোগ নেই। মাঝে জাতীয় নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় ফিটনেসেও মনোযোগ দিতে পারেননি। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া মাশরাফী এখন খন্ডকালীন ক্রিকেটার। কিন্তু তিনিই আবার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন!

বিতর্ক, খেলার মান, দর্শক সমর্থন সবমিলিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে আগেই তলানীতে ঠেকেছে বিপিএল। যাদের হাতে দেশের ক্রিকেটের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব তারাও যদি ক্ষতিকর হয়ে ওঠেন তাহলে আর উপায় কী!