ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএল ঘিরে স্টেডিয়াম এলাকায় বেচাকেনা বেড়েছে

দেড়শ’ থেকে ৩শ' টাকায় জার্সি বিক্রি হচ্ছে

বিপিএল ঘিরে মিরপুর স্টেডিয়ামের আশপাশে অস্থায়ী দোকানগুলোতে জার্সি, ক্যাপ ও ব্যান্ড বিক্রি হচ্ছে। প্রতিটি জার্সি দেড়শ’ থেকে ৩শ' টাকায় বিক্রি হচ্ছে। দিনে গড়ে ৫ হাজার টাকার জার্সি, ক্যাপসহ অন্যান্য সামগ্রী বিক্রি করছেন দোকানিরা। যেখানে দর্শক চাহিদার শীর্ষে আছে ফরচুন বরিশাল, আর সামর্থের মধ্যে প্রিয় দলের জার্সি কিনতে পেরে খুশি ভক্তরা।

ক্রিকেটার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা নতুন করে না বললেও হয়ত চলবে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিপিএল নিয়ে সেই আবেগের খুব একটা প্রতিচ্ছবি দেখা যায়নি।

কিন্তু বিপিএলের দশম আসরে দর্শকরা আবারও স্টেডিয়ামমুখী। ক্রিকেট অনুরাগীদের এমন আগ্রহের ফলে স্টেডিয়ামের আশাপাশে গড়ে উঠছে একাধিক জার্সি ও ক্যাপের দোকান। আর তাতে দর্শকদের সাড়াও মিলছে।

বিক্রেতারা বলছেন, ‘দিনে ৩ থেকে ৫ হাজার টাকার বেচাকেনা করা যায়। তবে দর্শক বেশি আসলে বেচাকেনা ভালো হয়। আবার খেলা ভালো হলে দর্শকও আসে।’

জার্সি, ক্যাপের বেচাকেনা বেড়েছে। ছবি: এখন টিভি

তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদদের নিয়ে গড়া এবারের আসরে সবচেয়ে তারকাবহুল দল ফরচুন বরিশাল। তাই এই দলের জার্সির চাহিদাও সবচেয়ে বেশি।

দর্শকরা বলেন, ‘তামিম, মুশফিক ও রিয়াদের খেলা দেখতে ভালো লাগে। আর এখানে কম দামে কেনা যায়। জার্সি, ক্যাপ কিংবা ব্যান্ড যেটি ভালো লাগছে, সেটিই কেনার চেষ্টা করছি।’

শো-রুমে এক একটি জার্সি বিক্রি ৮০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। আর এসব দোকানে সমর্থকরা ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে জার্সি কিনতে পারছেন। ফলে বেশি বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি।

আগামী ম্যাচগুলোতে আরও বেশি বিক্রি হবে বলে বিশ্বাস দোকানিদের। বিশেষ করে, সেমিফাইনাল ও ফাইনালের আগে বেচাকেনা বাড়বে বলে ধারণা তাদের।

এই সম্পর্কিত অন্যান্য খবর