ক্রিকেট
এখন মাঠে
0

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে জয়ের চেষ্টা টাইগারদের

সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মাঠে নামার আগে শান্ত বাহিনীকে তাড়া করছে আরও একবার হোয়াইটওয়াশের শঙ্কা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে জয়ের খোঁজে টিম টাইগার।

সিরিজের আগে দলে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি নিয়ে নানা প্রশ্ন উঠলেও, দ্বিতীয় ম্যাচে ১৬৯ রানের একটি ঝলমলে ইনিংস খেলে আপাতত উত্তর দিয়েছেন তিনি। তবে অন্যদের ব্যর্থতায় সৌম্যর অমন ইনিংসও ম্লান হয়েছে।

গর্বের ওয়ানডে সংস্করণে টানা ব্যর্থতার বৃত্ত থেকে বের হতেই পারছে না বাংলাদেশ দল। তার ওপর নিউজিল্যান্ডের মাটিতে গেলেই যেন খেই হারিয়ে ফেলেন ক্রিকেটাররা। দেশটিতে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে একটি জয়ের জন্য হন্যে হয়ে থাকবে দল।

বিশ্বকাপের মত এই সিরিজেও দল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন হেড কোচ হাথুরুসিংহে। তাতে যে ফল আসছে না সেটি তো দৃশ্যমানই। সাকিব-তামিম-রিয়াদদের অনুপস্থিতিতে একাদশে নানা পরিবর্তন দেখা যাচ্ছে। লিটন দাস ওপেনিংয়ে তার জায়গা হারিয়েছেন। বিজয়-সৌম্যর উদ্বোধনী রসায়ন এখনও জমে ওঠেনি রান খরায় ভুগছেন অধিনায়ক শান্তও।

বাজে ফর্মের কারণে মোস্তাফিজ তো একাদশ থেকেই ছিটকে পড়ছেন। হাসান মাহমুদ-শরিফুলদের নির্বিষ বোলিংয়ে সপাটে ব্যাট চালাচ্ছেন কিউই ব্যাটাররা। সবমিলিয়ে কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত জয়ের সম্ভাবনাও তৈরি করতে পারেনি বাংলাদেশ।

সিরিজের শেষ ম্যাচে নামার আগে টাইগারদের চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশের লজ্জা। সেসব এড়িয়ে বাংলাদেশ দল কি পাবে একটি জয়? নাকি নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচে জয় পেতে অপেক্ষার প্রহর আরও বাড়বে?

এসএস