নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ পণ্ড হলেও আপাতত সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কা নেই বাংলাদেশের।
তবে এটিও খুব একটা দলকে ভাবাচ্ছে না। কারণ নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের এমন সুযোগ কাজে লাগাতে চান হাথুরু'র শিষ্যরা।
ম্যাচের আগে ব্যাটার তাওহীদ হৃদয় বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের আলাদা একটি ফরম্যাট। এখানে ভালো করার সুযোগ রয়েছে। টিমের সবাই ভালো ফর্মে আছেন, বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ জিততে ব্যাটারদের ভালো করতে হবে।’
দলে বেশকিছু সিনিয়র ক্রিকেটার নেই। শান্ত’র নেতৃত্বে নতুন একটি দল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে। এমন একটি দল নিয়ে প্রত্যাশার কথা বললেন হৃদয়। বলেন, 'দেশের হয়ে যখন কেউ খেলতে নামে তখন সে ভালো খেলার জন্যই চেষ্টা করে। সবার মাঝে ম্যাচ জেতার চেষ্টা থাকে। আর সবাই দায়িত্ব নিয়েই খেলেন।'
বছরের শেষ দিন অর্থাৎ রোববার ভোর ৬টায় কিউইদের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়েতে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ জয় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এর চেয়ে ভালো সুযোগ কী আর পাবে টাইগাররা?